বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়া জেলা ধুনট উপজেলায় ক্যানসার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত বগুড়ার ধুনট উপজেলার ২১জন চিকিৎসার জন্য পেয়েছেন সমাজসেবা অধিদপ্তরের অনুদানের ৫০ হাজার করে টাকা প্রদান করা হয়।
এছাড়া নদী ভাঙ্গনের শিকার ২০টি পরিবারকে ৫ হাজার টাকা করে ও ৩টি স্বেচ্ছাসেবী সংগঠনকে ২০ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। গত ১৩ সেপ্টেম্বর-২১ইং তারিখ সোমবার সকালে ধুনট উপজেলা পরিষদের সভা কক্ষে তাদের হাতে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন (শেরপুর-ধুনট) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান (এমপি)। এছাড়াও ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্,ধুনট থানার অফিসার ইনর্চাজ (ওসি) কৃপা সিন্ধু বালা,ধুনট উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহেল কাফি, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার,ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান,শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন।
উক্ত অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আদিবাসী ২০ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল হস্তান্তর করেন।