রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল বরকল উপজেলায় ভূষনছড়া ইউনিয়নে ছোট হরিণা বাজার সমিতির নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে আজ। নির্বাচনে সোলেমান সওদাগর সভাপতি এবং সাইফুল ইসলাম মনির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। বুধবার (১৫/০৯/২০২১) বিকাল ২টা থেকে সন্ধ্য ৭টা পর্যন্ত ছোট হরিণা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ব্যালট পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়।
সভাপতি পদে সোলেমান সওদাগর আনারস মার্কা প্রতীক নিয়ে ৭৬ টি ভোট পেয়ে জয় লাভ করেন। এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল মান্নান সওদাগর চেয়ার মার্কা প্রতীক নিয়ে ৫২টি ভোট পেয়েছেন। সহ সভাপতি পদে মোঃ জাকির হোসেন ৬১ টি ভোট পেয়ে জয় লাভ করেন। সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম মনির ৯০ টি ভোট পেয়ে পুনরায় জয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনছপ আলী ১৪টি ভোট এবং অপর প্রার্থী মোঃ আবু বক্কর ছিদ্দিক ভোট পেয়েছেন ২২টি।
কোষাধ্যক্ষ পদে মোঃ খলিলুর রহমান কবুতর মার্কা প্রতীক নিয়ে ৮৬টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফোরকান উদ্দিন ৪১ টি ভোট পেয়েছে। উক্ত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন ছোট হরিণা বাজার নির্বাচনের কমিটির সভাপতি মাহবুবুল আলম। নির্বাচনের পরিবেশ রক্ষার্থে মাঠে ছিলেন ১২ বিজিবি ছোট হরিনা জোন।