ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ আরিফুল ইসলাম আরিফ কুড়িগ্রামের ফুলবাড়ীতে, মেয়েশিশু বান্ধব পরিবেশ প্রতিষ্ঠায় কর্মপরিকল্পনা রিভিউ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।১৬-০৯-২১ইং রোজ বৃহস্পতিবার সকাল ১১’৩০ মিনিটে উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি হাট উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিল্ডিং বেটার ফিউচার পর গার্লস প্রজেক্ট,আর,ডি,আর,এস বাংলাদেশ বাস্তবায়ন এবং সিডাও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি,জনাব আবুল হোসেন (বীরমুক্তিযোদ্ধা) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক,জনাব তৌহিদুল ইসলাম, সিনিয়র সহঃ শিক্ষক, জনাব উওম কুমার মোহন্ত,সহঃশিক্ষক,জনাব, হাসানুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য, আঃ হাকিম,(ইউএফ,বিবিএফজি প্রকল্পের UF ফেসিলেটর,নিকল লাকড়া,জেমস টেকনিক্যাল (অফিসার) সায়েদুল ইসলাম,(বিবি এফজি ফুলবাড়ী কুড়িগ্রাম) এছাড়া অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষিকাসহ-স্টুডেন্ট কেবিনেটের সদস্যরা উপস্থিত ছিলেন।