বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়করে তুষ বোঝাই হাইলোড ট্রাক উল্টে গিয়ে শাহাদত হোসেন (৩৮) তুষ লোড দেওয়া শ্রমিক নিহত হয়েছে। নিহত শাহাদত হোসেন ধুনট উপজেলার শাতপাড়া গ্রামের আফছার আলীর ছেলে।বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় শাজাহানপুর উপজেলার আড়িয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানাযায়, ট্রাকটি তুষ হাইলোড করে নিয়ে ধুনট থেকে বগুড়ার দিয়ে যাচ্ছিল। এ সময় আড়িয়া বাজার এলাকায় পৌছালে ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায় এবং ট্রাকে থাকা একজন শ্রমিক ট্রাকের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ওয়্যার হাউজ ইন্সপেক্টর নাদির হোসেন বলেন, ট্রাকে অতিরিক্ত লোড থাকার কারণে উল্টে গিয়ে এ ঘটনা ঘটে। এবং লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এ কে এম বানিউল আনাম বলেন, ট্রাকটি আটক আছে তবে ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।