1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
বুধবার, ৩১ মে ২০২৩, ০৯:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

সুবর্ণচরে ইউপি নির্বাচনে নৌকা প্রার্থী রাজিবের গণজোয়ার

নোয়াখালী প্রতিনিধি : রিয়াজ উদ্দিন রুবেল
  • আপডেটের সময় : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
  • ২৮০ বার ভিউ

নোয়াখালী প্রতিনিধি : রিয়াজ উদ্দিন রুবেল সুবর্ণচরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা নিয়ে ব্যস্ত প্রার্থীরা। জনসংযোগ আর ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজিবের পক্ষে উঠেছে গণজোয়ার। মহামারি করেনার প্রভাব বেড়ে যাওয়ায় দুইবার নির্বাচন স্থগিত করা হয়েছিল যা পরবর্তীতে ২০ সেপ্টেম্বর স্থগিত হওয়া ইউনিয়ন গুলোর ভোট গ্রহনের ঘোষনা দেন ইসি। এরই ধারাবাহিকতায় সুবর্ণচর উপজেলার ০২ নং চারবাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২০ সেপ্টেম্বর।

সাবেক চেয়ারম্যান ও বর্তমান সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রাজিব ২নং চরবাটা ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি করোনা মহামারিতে মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন, দুঃখী মানুষদের পাশে দাঁড়িয়েছেন, কৃষকের ধান কেঁটে দিয়ে সবার মন জয় করেছেন। সাধারণ মানুষ তাই আবারো ২ নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমিনুল ইসলাম রাজিবকে চায়।

১৭ সেপ্টেম্বর ০২ নং চরবাটা ইউনিয়নের ভূঁইয়ারহাট বাজারে পথসভা করেন চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম রাজিব। ০২নং চরবাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব,আলাউদ্দিনের সভাপত্বিতে পথসভায় উপস্থীত ছিলেন নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আতিক উল্লাহ্ সুজন, সুবর্ণচর উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক আমির খসরু মাহমুদ, সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক জাবেদ, ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী, মহিলা মেম্বার পদপ্রার্থীরাসহ এলাকার সর্বস্তরের জনগণ। পথসভায় ভক্তারা বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ০২নং চরবাটা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাস রাজিবের পক্ষে নৌকা মার্কায় ভোট চান ভোটারদের কাছে।

চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম রাজিব তার বক্তব্যে বলেন” আমি ০২ নং চরবাটা ইউনিয়নের সাধারণ খেটে খাওয়া মানুষের সেবা করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গ্রাম হবে শহর এই মিশনকে সামনে রেখে, নেয়াখালীর উন্নয়নের রুপকার একরামুল করিম চৌধূরীর উন্নয়নকে এগিয়ে নিতে মানুষের সেবা এবং মাদক সন্ত্রাস বন্ধ করে ছাত্র এবং যুব সমাজকে সাথে নিয়ে এলাকার সুবিধাবঞ্চিতদের মুখে হাঁসি ফোটাতে চাই। আগামী ২০ সেপ্টেম্বর সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানুষ আমাকে ভোট দিয়ে জয় করবে বলে আমি আশাবাদী। আমি এই ০২ নং চরবাটা ইউনিয়নের অবহেলীত মানুষদের পাশে থেকে এই ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই এবং এই ০২ নং চরবাটা ইউনিয়নের মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। ২০ তারিখ সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন।আশা করি আমি বিপুল ভোটে জয় লাভ করবো ইনশাআল্লাহ্।

উল্লেখ্য যে, আমিনুল ইসলাম রাজিব ২০০৮ সালে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন এবং ২০১২ সালে সুবর্ণচর উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন পরবর্তীতে ২০২০ সালের ডিসেম্বরে সুবর্ণচর উপজেলা যুবলীগের আহবায়ক নির্বাচিত হন ।

০২ নং চরবাটা ইউনিয়ন বাসীর দাবী আমিনুল ইসলাম রাজিব চেয়ারম্যান হলে এলাকার উন্নয়নে আগের মতই কাজ করবেন তিনি। শান্তি , শৃঙ্খলা ফিরে আসবে ২ নং চরবাটা ইউনিয়নে। এলাকার সার্বিক উন্নয়নে তিনি কাজ করছেন সমান তালে। চরবাটা ইউনিয়নকে একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন তিনি।

ইভিএম পদ্ধতিতে এই প্রথম সুবর্ণচরে ২০ সেপ্টেম্বর সোমবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর