বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের মারপিটে ৩জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়নের বৃ-কুষ্টিয়া গ্রামের ইলিয়াছ আলী মন্ডলের ছেলে আরাফাত মনোয়ার ইমন (১৮), ছোটভাই আমান উল্যা (৩৮) এবং ভাতিজা আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ক্ষুদ্র কুষ্টিয়া ষ্ট্যান্ড এলাকায় এই মারপিটের ঘটনা ঘটে। এঘটনায় ইলিয়াছ আলী মন্ডল বাদি হয়ে শনিবার বিকেলে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বাদ জুম্মা বৃ-কুষ্টিয়া ফকির পাড়া জামে মসজিদের ভিতর কথা কাটাকাটির একপর্যায়ে বিবাদী ইলিয়াছ আলী মন্ডলের বড়ভাই আ ন ম ইয়াহইয়াকে কিল ঘুষি মারেন একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে আবুল কালাম আজাদ বাচ্চু (৫৫)। বিষয়টি স্থানীয় ভাবে আপোষ-মিমাংসার করার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে ইলিয়াছ আলী মন্ডলের ছেলে আরাফাত মনোয়ার ইমন, ছোটভাই আমান উল্যা এবং ভাতিজা আব্দুল্লাহ আল মামুন বাড়ি ফেরার পথে ক্ষুদ্র কুষ্টিয়া ষ্ট্যান্ডে আবুল কালাম আজাদ বাচ্চু ও একই গ্রামের মৃত লাল মাহমুদের ছেলে আমিনুল ইসলাম বাচ্চু (৫৭) সহ ৫-৬জন লাঠিসোটা দিয়ে তাদেরকে বেদম মারপিট করে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। এবিষয়ে আবুল কালাম আজাদের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।