তাহিরপুর প্রতিনিধি সুনামগঞ্জ : রোকন উদ্দিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদর বাজারের একটি দোকানে অভিযান পরিচালনা করে লক্ষাধিক টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আলা উদ্দিনের নেতৃত্বে ও তাহিরপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা সদর বাজারের একটি দোকান থেকে এসব কারেন্ট জাল জব্দ করেন। পরে বিকেলে জব্দকৃত কারেন্ট জাল বৌলাই নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো.আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, বাজারের একটি দোকান থেকে ৭৬ কেজি কারেন্ট জাল জব্দ করার পর বৌলাই নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।