করোনা ভাইরাস (কোভিট-১৯) এর মহামারীতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের এই কঠিন সময়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন এর উদ্যোগে মানবিক সংগঠন জয়তুন ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মজিদ (লাল মিয়া) ও সিকান্দার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক স্বপন আহমদ এর যৌথ অর্থায়নে গত ২৪ সেপ্টেম্বর ২০২১ (শুক্রবার) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকা ৪৫ গরীব, অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে মানবিক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
মানবিক উপহার বিতরণ কাজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট দক্ষিণ সুরমা উপজেলার সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্বিদ্যায়’র সম্মানিত রেজিস্টার বদরুল ইসলাম শোয়েব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং মোগলাবাজার ইউনিয়ন পরিষদ সম্মানিত চেয়ারম্যান ফখরুল ইসলাম সায়েস্তা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরুস্কার প্রাপ্ত সফল নারী উদ্যোক্তা নুরুন নাহার বেবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা ডিগ্রী কলেজের সম্মানিত অধ্যাপক মুহিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক কাওছার আহমদ সভাপতিত্ব করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ও সমগ্র পরিচালানা করেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন সমাজ কর্মী মোঃ এনাম উদ্দিন রুমেল, সমাজকর্মী মোঃ আবিফুল হক, সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম-আহবায়ক মোঃ আবুল বশর পলাশ বড়ুয়া, ইফতেখার হোসেন সুহেল, দিলু বড়ুয়া, শিমুল মুৎসুদ্দী সদস্য আব্দুল মালেক, মাসুক আহমদ, হাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বৈশ্বিক মহামিরি করোনা কালীন সময়ে সকলকে সচেতন থাকা, বিধি নিয়ম মেনে চলা, মাস্ক ব্যবহার করা, যথাসময়ে করোনা টিকা নেওয়ার কথা বলেন। তিনি আরো বলেন, আমাদের এখন প্রয়োজন নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন মানুষ। আর আমরা সবাই যদি নৈতিকতা সম্পন্ন আলোকিত মানবিক গুণাবলি সম্পন্ন হয়ে স্ব স্ব অবস্থান থেকে দেশে গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যানে এগিয়ে আসলে সম্ভাবনার বাংলাদেশ আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব।
শেষে বিশ্বের এই কঠিন সময়ে বাংলাদেশের সিলেট অঞ্চলের ৪৫টি হতদরিদ্র পরিবারের মাঝে মানবিক উপহার নিয়ে এগিয়ে আসায় জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্টের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মজিদ (লাল মিয়া) ও সিকান্দার ফাউন্ডেশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান লন্ডন প্রবাসি বিশিষ্ট সমাজ সেবক স্বপন আহমদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।