চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চন্দনাইশে উপজেলা শাখার উদ্যোগে চন্দনাইশ উপজেলার স্থানীয় সাথী কমিউনিটি হলে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ শুক্রবার ২৪ শে সেপ্টেম্বর বিকেল তিনটায় স্থানীয় সাথী কমিউনিটি হলে,(২০২১-২০২৩) সালের নবঘোষিত কার্যকরি পরিষদের সভাপতি বাবু বলরাম চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটুর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ ১৪ নির্বাচনী আসনের সাংসদ মোঃ নজরুল ইসলাম চৌধুরী(বীর মুক্তিযোদ্ধা) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, মোঃ মোরশেদ।প্রধান অতিথি তার বক্তব্যে বর্তমান সরকারের আমলে সংখ্যা লঘু সম্প্রদায় অনেক নিরাপদ, সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন পুজা পার্বনে যতা যত নিরাপত্তা সহ বিভিন্ন মন্দির নির্মাণ ও সংস্কারে আর্থিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে।অতিথিদের বক্তব্য ও কমিটি ঘোষণা শেষে স্থানীয় সাংস্কৃতিক কর্মী দের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।