বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুরে বিষপান করে আরিফ (২৫) নামের এক যুবকের মৃত্যু নিয়ে ধ্রুবজাল সৃষ্টি হয়েছে। আরিফ মির্জাপুর ইউনিয়নের কাশিয়াবালা মধ্যপাড়া গ্রামের মিনার হোসেনের ছেলে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় শজিমেকে আরিফের মৃত্যু হয়। নিহত আরিফের বাবা মিনার হোসেন বলেন, উপজেলার সুঘাট ইউনিয়নের সাতারা গ্রামের হামেদের মেয়ে অন্তরা (১৯) ও আমার ছেলে আরিফের মধ্যে প্রেমের সম্পর্ক হয়।
মেয়ের বাবা এতে সম্মতি না থাকায় তারা দুজনে প্রেমের টানে গত ১বছর পূর্বে পালিয়ে গিয়ে বিয়ে করে। এবং তারা দুজনে ঢাকা একটি গার্মেন্টস কোম্পানিতে চাকুরী করে সুখের সংসার করছিল। মেয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেওয়া কথা মোবাইলে আরিফকে জানায়। আরিফ ও স্ত্রী অন্তরা গত ২২ সেপ্টেম্বর বুধবার শশুর বাড়ীতে যায়। তখন তারা আরিফকে বেধর মারপিট করে এবং জোর করে আরিফের শাশুরি শাহিদা ও খালা শাশুরি সাজি আরিফকে বিষপান করায়। আরিফের ফুফু রেনুকা জানান, আরিফকে মারধার করে এবং জোর করে বিষ পান করে রাস্তায় ফেলে রেখে দেয়। এলাকাবাসী বিষয়টি জানার পর তারাই আরিফকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যায়। লাশটি মেডিকেলে রেখেই তারা বাড়িতে আসলে আরিফের খালা রেনুকা আরিফের খবর জানতে চায়। তখনা তারা কোন কিছু না বলায় মেডিকেলে খবর নিয়ে শুনতে পারে আরিফ মারা গেছে।
এ ব্যাপারে নিহত আরিফের স্ত্রী ও শশুর-শাশুরীর সঙ্গে বিজয় বাংলা প্রতিনিধি যোগাযোগ করলে মোবাইল বন্ধ পাওয়া যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমরা কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।