বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ “তথ্য আমার অধিকার জানা আছে কি সবার” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা হলরুম পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার,
সহসভাপতি সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, শেরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মাসুদ রানা, পিআইও সামছুন্নাহার শিউলী, শিক্ষা অফিসার নজমুল হক, যুব উন্নয়ন অফিসার বিজয় চন্দ্র দাস সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদকর্মী বৃন্দ।