তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বি এনপির সহঃ সভাপতি ও সাবেক শ্রমিকদল সভাপতি বাবু বিকাশ রঞ্জন সরকার আজ বিকাল ৩ ঘটিকার সময় ওনার নিজ বাসভবন টাকাটুকিয়ায় ইন্তেকাল করেছেন ওনার মৃত্যুকালে বয়স ছিল ৭০ বছর,মৃত্যুকালে স্ত্রী সন্তান সহ অনেকগুনগ্রাহী রেখে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাহিরপুরে সুখের ছায়া নেমে এসেছে। ওনার মৃত্যুতে শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বি এনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য জনাব নজির হুসেন, শোক জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান কামরুল, তাহিরপুর উপজেলা বি এনপির সভাপতি জনাব নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা বি এনপির সহঃ সাধারন সম্পাদক জনাব জুনাব আলী, সুনামগঞ্জ জেলা বি এনপির সহঃ দপ্তর সম্পাদক জনাব মেহেদী হাসান উজ্জ্বল,এক শোকবানিতে জনাব নজির হুসেন বলেন দীর্ঘ দিনের রাজনৈতিক সহকর্মীকে হারিয়ে আজ আমি শোকাহত, বাবু বিকাশ রঞ্জন সরকার ছিলেন বি এনপি পরিবারের একজন পরিক্ষিত সৈনিক,বড় অসময়ে চলে গেলেন তিনি, সততা ও আদর্শের মুখ্যমান প্রতিক ছিলেন। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। জনাব কামরুজ্জামান কামরুল বলেন আমার রাজনৈতিক জিবনের একজন আদর্শ ছিলেন বাবু বিকাশ রঞ্জন সরকার, দাদার মৃত্যুতে আমি শোকাভিভূত, তাহিরপুর উপজেলা বি এনপি একজন অভিভাবক কে হারাল।
দাদা ছিলেন একজন প্রতিবাদী ও ন্যায়পরাযণ মানুষ। রাজনীতি করতে গিয়ে হারিযেছেন অনেক কিছু।পরিবার পরিজনকে বঞ্চিত করে ভালোবেসেছেন জনতাকে।পেয়েছেন গনমানুষের ভালোবাসা।আমি উনার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।