রাজবাড়ী জেলা সংবাদদাতা : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানাধীন ১২৫০(এক হাজার দুইশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। জানা যায়, ২৮/০৯/২০২১ইং তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মিঠু ফকির, এসআই মিলন, এএসআই মফিজুল, এএসআই আঃ লতিফ সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানাধীন ৫ নং ফেরীঘাট এর সামনে পাকা রাস্তার উপর হতে আসামী ১। মোঃ আলহাজ শেখ(২০), পিতা-মোঃ খালেক শেখ, সাং- মাঝবাড়ি, ২। মোঃ পলাশ মন্ডল, পিতা-মোঃ হারুন মন্ডল, সাং-বেতবাড়িয়া, উভয় থানা-কালুখালি ও জেলা-রাজবাড়ীদ্বয়কে ১২৫০(এক হাজার দুইশত পঞ্চাশ) পিছ ইয়াবা ট্যাবলেটসহ (মূল্য ৩,৭৫,০০০/) গ্রেফতার করা হয়েছে। উক্ত ইয়াবা ট্যাবলেট আসামিদ্বয় বিশেষ কৌশলে ক্যাপসুল আকার বানিয়ে পেটের ভিতরে কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকা থেকে নিয়ে আসতেছিল। এ বিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন।