চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:- ইসমাইল ইমন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নের নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে ফ্রি প্রশিক্ষণ শীঘ্রই উদ্বোধন হতে যাচ্ছে। জানা যায়, বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য দক্ষিণ জেলা মহিলা আ’লীগের সভাপতি চেমন আরা তৈয়বের একান্ত প্রচেষ্টায় চন্দনাইশ উপজেলা হাসপাতালে ৩নং গেইটের সামনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জাতীয় মহিলা সংস্থা প্রশিক্ষণ কেন্দ্রটি অবস্থিত। উক্ত প্রশিক্ষণকেন্দ্রে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বিউটিফিকেশন, ক্যাটারিং, ফ্যাশন ডিজাইন,
ইন্টেরিয়র ডিজাইন এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্সের উপর উপজেলার বিভিন্ন এলাকার মহিলাদের এ প্রশিক্ষণ দেয়া হবে। চন্দনাইশ উপজেলা জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রের ইনচার্জ ও চট্টগ্রাম জাতীয় মহিলা সংস্থার সদস্য দক্ষিণ জেলা মহিলা আ’লীগের দপ্তর সম্পাদক সঞ্চিতা বড়ুয়া বলেন, চন্দনাইশে এরকম একটি প্রতিষ্ঠান দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন সাথে সাথে জাতীয় মহিলা সংস্থা চেয়ারম্যান চেমন আরা তৈয়বের একান্ত প্রচেষ্টাকে সাধুবাদ জানান।