রাজবাড়ী জেলা সংবাদদাতা : টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পুকুরের পাড় থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। জানা যায়, সোমবার বিকাল সাড়ে ৪ টার দিকে কালুখালী থানা পুলিশের সদস্যরা ওই মরদেহটি উদ্ধার করে।
এ বিষয়ে, কালুখালী থানার ওসি নাজমুল হাসান জানান, কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মোহনপুরে অবস্থিত কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদুরে থাকা একটি পুকুর পাড়ে কাপড়ে জড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ স্থানীয়রা পরে থাকতে দেখে। এর পর পুলিশের জরুরী সেবা ৯৯৯- এ কল করে। সে সময় ৯৯৯ থেকে কালুখালী থানা পুলিশকে অবহিত করা হয়। পড়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।