লক্ষীছড়ি প্রতিনিধি : হাসনাইন শরীফ খাগড়াছড়ি’র লক্ষীছড়িতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৫৬ টি পরিবারের মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করেন উপজেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.ইয়াছিন। ১নং লক্ষীছড়ি ইউনিয়নে ২৫৬ টি পরিবার, ২নং দুল্যাতলি ইউনিয়নে ১০০ টি পরিবার ও সবচেয়ে দুর্গম ৩নং বর্মাছড়ি ইউনিয়নে ২০০ টি পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়।
এ সময় লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন সিটিজি নিউজকে জানান, মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের অংশ হিসেবে আমরা চাল বিতরণ করছি, আমাদের এই কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।