তাহিরপুর প্রতিনিধি : রোকন উদ্দিন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মতবিনিময় সভা করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বুধবার সকালে তাহিরপুর উপজেলা গণমিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রায়হান কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান পিপিএম, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক আমল কান্তি কর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ তরফদার, , শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান হাজী খসরুল আলম, বালিজুরী ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফনিভূষণ সরকার, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ,আবুল কাসেম, জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক সুবাস পুরকায়স্থ সহ অনেকেই।