চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চন্দনাইশ উপজেলার উত্তর বরকল কমলার বাড়ী এলাকার মৃত শের আলী খানের পুত্র মো.হাসান বরকল ব্রীজের পূর্ব পাশে^ লাইন্সম্যান অফিস সংলগ্ন মৌরসী সূত্রে পাওয়া ভোগ দখলীয় জায়গায় সিএনজি গ্যারেজের দোকান মেরামতের সময় প্রতিপক্ষ আমানত খানের পুত্র মো.ফেরদৌস লাঠি-সোটা নিয়ে দোকান গৃহের কাজে বাঁধা প্রাপ্ত করায় ৪ অক্টোবর চন্দনাইশ থানায় বিবাদী ফেরদৌসের বিরুদ্ধে একটি অভিযোগ নামা দায়ের করেছে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, মো.হাসান একই গ্রামের মৃত শের আলীর খানের ছেলে ও বিবাদীর জেঠাত ভাই হয়। বরকল ব্রীজের পূর্ব পাশে লাইন্সম্যান অফিস সংলগ্ন হাসানের খরিদার ও মৌরশী সূত্রে পাওয়া সেমি পাকা সিএনজির গ্যারেজের দোকান রয়েছে।
সম্প্রতি সে গ্যারেজের টিনের চাল নষ্ট হওয়ায় মেরামতের কাজ চলাকালে বিবাদী ফেরদৌস লাঠিসোটা নিয়ে ৩ অক্টোবর সকাল ১১ টার সময় সিএনজির গ্যারেজের কাঠের দরজা ভেঙ্গে প্রবেশ করে, ভিতরে থাকা একটি রিক্সাভ্যান ও আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। দোকান গৃহের মেরামতের কাজে বাঁধা প্রধান করায় ফেরদৌসের বিরুদ্ধে চন্দনাইশ থানায় মো.হাসান বাদী হয়ে একটি অভিযোগ নামা দায়ের করেন। তাছাড়া স্থানীয় ভাবে উক্ত গ্যারেজের দোকানের জায়গা নিয়ে সালিসের বৈঠক চলমান রয়েছে। বর্তমানে বাদীকে দোকানে গেলে প্রাণে মেরে ফেলার হুমকি-ধুমকি প্রধান করায় প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেন। এব্যাপারে বিবাদী মো.ফেরদৌসের সাথে মোঠফোনে আলাপকালে ঘটনার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি উক্ত বিষয়ে কিছু জানি না। আমাকে ফাঁসানোর জন্য বাদী হাসান থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছেন।