ঢাকা প্রতিনিধি : সুমন মোহাম্মদ মিয়ানমার থেকে অস্ত্র ও মাদকপাচার রোধে প্রয়োজনে গুলি ছুড়বো: ড: একে আব্দুল মোমেন, পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এমন কথা শুনে। বাংলাদেশের নাগরিক কাতার প্রবাসী কাজী শামীম আহসান বলেন পররাষ্ট্রমন্ত্রী ড: একে আব্দুল মোমেনের এমন বক্তব্যের প্রেক্ষিতে আমি বাস্তবতা পর্যালোচনা করত ওপেন চ্যালেন্জ করলাম।
সরকারের সাহস ও সদিচ্ছা থাকেতো দেশের সকল গোয়েন্দা সংস্হার নিরপেক্ষ তালিকায় শীর্ষ মাদক কারবারি বদি ও তার অন্যতম পৃষ্ঠপোষক মন্ত্রী কাকার বুকে ও কপালে প্রথমে ছুড়ুন। আমাদের নিজেদের সরকারী পাচটি শীর্ষ গোয়েন্দা সংস্হা থেকে নিরপেক্ষ তালিকা নিন, এবং সেই তালিকা অনুযায়ী সাহস থাকে তো এমন দুশো জন শীর্ষ ব্যক্তির বিরুদ্ধে মাত্র দশ থেকে তিরিশ দিনে একই রকমের ব্যবস্থা নিন। মিয়ানমার হতে ৯৫% ভাগ অস্ত্র ও মাদক সরবরাহ বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ্। নিজেরা না পারলে ৩০ দিনের জন্য দায়িত্ব দিন বলে কাজী শামীম আহসান মূলত ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। বাংলাদেশের মানুষ এবং মিডিয়াকে স্বাক্ষী রেখে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে আমার নাম সুপারিশ করুন, দেশটাকে কুলঙ্গার মুক্ত করে দেখাই।