রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষ্যে রাঙামাটির বরকলে উপজেলায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। দিবসটির প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন। বুধবার বেলা ১১টায় বরকল উপজেলা মিলনায়তনে উক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি হিসিবে উপস্থিতি ছিলেন বিধান কুমার চাকমা (বরকল উপজেলা চ্যায়ারম্যন) এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল রানা।
প্রধান অতিথির বক্তব্যে বিধান কুমার চাকমা বলেন, ৪৫দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। পাহাড়ে অনেক নাগরিকের জন্ম ও মৃত্যু নিবন্ধন নেই। তাই সকলে জন্ম ও মৃত্যু নিবন্ধন করে নিবেন। নাগরিকত্ব দাবি করতেও জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে হবে। জন্ম ও মৃত্যু নিবন্ধনকালে তথ্য প্রদানে সচেতনতা অবলম্বনের কথাও জানান এই জনপ্রতিনিধি।
সভাপতির বক্তব্যে মোঃ জুয়েল রানা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রত্যেক নাগরিকের জন্য অতিব জরুরী। জাতি, ধর্ম, বর্ণ এবং প্রত্যেক নাগরিকের অবশ্যই জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে হবে। সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে নিজ উদ্যোগে প্রতিটি বাবা মাকে জন্ম নিবন্ধন এবং কোন ব্যক্তি মৃত্যুর পরপরই মৃতের পরিবারকে মৃত্যু নিবন্ধন করে নেওয়ারও আহ্বান জানান বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা।