চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন বিকাশ থেকে টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার পথে মোবাইল ঝাপটা মেরে পালানোর সময় ছিনতাইকারীকে ধরে ফেললো ছিনতাইয়ের শিকারী যুবক মিশকাত(১৫)। মিশকাত চন্দনাইশ থানাধীন সাতবাড়িয়া ইউনিয়নের মোজাহেরপাড়াস্থ,বাদশা মিয়ার ছেলে। ৭ অক্টোবর, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে খাঁনদিঘী উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপাশে নাথপাড়া এলাকার সাধন মাষ্টার বাড়ির মন্ডপ ঘরের সামনের রাস্তার দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এই সময় ছিনতাইকারী মিশকাতের ফোন ঝাপটা মেরে দৌঁড়িয়ে পলায়ন কালে পুকুরে পড়ে যায়,এই সময় মোবাইল ফোনের মালিক মিসকাত ধরে ফেললে দস্তদস্তির এক পর্যায়ে আশেপাশের লোকজন এসে ছিনতাইকারীকে পরাস্ত করে ধরে ফেলে।খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। বিকেল ৩টার দিকে ছিনতাইকারী যুবককে প্রাথমিক চিকিৎসার্থে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।আটককৃত ছিনতাইকারী বাচা (২১),সাতবাড়িয়া ইউনিয়নের বাদশা বাপের বাড়ির আলতাজ মিয়ার ছেলে।জানা যায়,সে বহুদিন ধরে মোবাইল ছিনতাই করে আসছিল এবং একাজে তাদের একটি গ্রুপ রয়েছে।