বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ আজ ৯ অক্টোবর ২০২১, রোজ শনিবার, সারা বিশ্বব্যাপী পালিত হচ্ছে “বিশ্ব পরিযায়ী পাখি দিবস-২১”। এ বছরের প্রতিপাদ্য বিষয়, “Sing,Fly,Soar-Like a bird”
(গান গাও, উড়ো, উড়ে যাও-পাখির মত)।
এ লক্ষ্যে সারাদেশে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিয়োজিত সংশ্লিষ্ট অধিদপ্তরসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা এই দিবসটি পালন করছে । “পরিবেশ প্রতিরক্ষা সংস্থা” অদ্য সকাল দশটায় এক বর্ণাঢ্য র্যালি ও পথসভার আয়োজন করে ।
বর্ণাঢ্য র্যালি ও পথসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব মোঃ শাহিনুজ্জামান শাহীন,পরিচালক প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ।
জনাব মোঃ কোরবান আলী, অধ্যক্ষ প্রোগ্রেসিভ স্কুল এন্ড কলেজ।
এবং সংগঠনের সভাপতি সোহাগ রায় সাগর সহ মোঃ আল মুন্তাকিম,শাহারিয়ার রহমানসহ অন্যান্য সদস্য ও প্রগ্রেসিভ স্কুল এন্ড কলেজের শিক্ষক ও সংবাদকর্মী গণ ।