চট্টগ্রাম মহানগর প্রতিনিধি: ইসমাইল ইমন হিজরী ১৪’শ শতাব্দীর মুজাদ্দিদ কলম সম্রাট,বিশ্বব্যাপী ইসলামী মূল ধারা প্রচার প্রসারে আ’লা হযরত ইমাম আহমদ রেজা ফাজেলে বেরলভী (রা.) অবদান শীর্ষক ইমাম আ’লা হযরত কনফারেন্স’ ২১ ৩য় বারের মত চন্দনাইশে অনুষ্টিত হয়। গতকাল ৮ অক্টোবর বিকালে আ’লা হযরত ওয়েলফেয়ার এসোসিয়েশন চন্দনাইশ পৌরসভার শাখার উদ্যোগে জোয়ারা ইসলামি সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে পীরে কামেল অধ্যক্ষ মাও. আমিনুর রহমান রজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কনফারেন্স উদ্বোধক ছিলেন, উপজেলা ভা্ইস চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা গাউসিয়া কমিটির সভাপতি কমর উদ্দীন ছবুর,প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড.আনোয়ার হোসেন,বিশেষ আলোচক ছিলেন, নুরুল্লাহ রায়হান,মাও. সোহেল উদ্দীন আনসারী,আলোচনায় অংশ নেন,অধ্যক্ষ মাও. খলিলুর রহমান নিজামী, সাবেক অধ্যক্ষ মাও. আহমদ হোসেন আল কাদেরী,মাও.খাজা মোবারেক আলী প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, আ’লা হযরতের বাণী অনুসরণ করে আমাদের দৈনন্দিন জীবন অতিবাহিত করলে ইহকাল-পরকালের পথ সুগম হবে। প্রত্যেকে ইসলামী রীতি-নীতি মেনে জীবন চলার উপর গুরুত্বারোপ করা হয়।