তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : রোকন উদ্দীন সুনামগঞ্জের তাহিরপুর হিফযুল উলুম আলীম মাদরাসা পরিচালনা কমিটির স্ত্রী ও চাচাতো ভাইকে নিয়োগ সহ ৬টি পদে জনবল নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে করা মামলায় তদন্তে নেমেছে দুদক। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও যুদ্ধপরাধ মামলার আসামী আমিনুল ইসলাম প্রভাব খাটিয়ে নিয়োগ বিধি উপেক্ষা করে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে চাকুরির জন্য মনোনীত করেছেন। ওই জনবল নিয়োগে অনিয়মের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ইতোমধ্যে দুদকের কর্মকর্তারা অনুসন্ধানে মাঠে নেমেছেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, আদালত মামলাটি তদন্ত করতে দুদককে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে কিছু তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়েছে। অনিয়ম-দুর্নীতির সন্ধানে তদন্ত কার্যক্রম চলছে।
তাহিরপুর হিফযুল উলুম আলীম মাদরাসার সভাপতি ও মামলার প্রধান আসামি আমিনুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটা প্রায় ৬ মাস পুর্বের। একপক্ষ ক্ষুব্ধ হয়ে আদালতে মামলা করেছেন। মামলা হলে তদন্ত তো হবেই।