চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন চন্দনাইশে গভীর রাতে মসজিদের গ্রিল কেটে প্রবেশ করে সংঘবদ্ধচক্র আইপিএস গুরুত্বপূর্ণ মালামাল চুরি করে নিয়ে যাই।গত ০৫ ই অক্টোবর মঙ্গলবার মধ্যরাতে চন্দনাইশ পৌরসভা ৯ নং ওয়ার্ডের গাছবাড়িয়া কাজীপাড়া এলাকার আনুমানিক রাত ২/৩ টার দিকে সঙ্ঘবদ্ধ চোরচক্র মসজিদের গ্রিল কেটে প্রবেশ করে একটি আইপিএস যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা ,চারটি আইপিএস এর ব্যাটারি,(৪৮হাজার টাকা) একটি মাইক এর ব্যাটারি আনুমানিক মূল্য ৬ হাজার টাকা, চুরি করে নিয়ে যাই।
এই বিষয়ে উক্ত মসজিদের সহ-সভাপতি কাজী মোহাম্মদ আবু তৈয়ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।কাজী আবু তৈয়ব জানান নিত্য দিনের মতো মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ আব্দুল আলিম এশার নামাজ শেষে মসজিদের দরজা তালাবদ্ধ করিয়া চলিয়া যায়। পরবর্তী দিন ভোরে ফজরের আযান দেওয়ার জন্য মসজিদে এসে দেখেন জানালার গ্রিল কাটা অবস্থায় আছে, অতঃপর তিনি মসজিদের দরজার তালা খুলে মসজিদে প্রবেশ করে দেখেন মসজিদের আইপিএস ও মাইকের ব্যাটারি যথাস্থানে নেই।ইদানিংকালে চন্দনাইশ উপজেলা ও পৌর এলাকায় গরু চুরি সহ বাড়িঘর ও মসজিদের চুরির বিষয়ে এলাকাবাসী উদ্বিগ্ন। এলাকাবাসী আরও জানান উপজেলার পৌর এলাকার আশেপাশে মাদকসেবীদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় মাঝে মধ্যে গ্রেপ্তার হলেও জামিনে এসে পুনরায় এইসব মাদকসেবীরা নেশার টাকা যোগাড় করতে এলাকায় চুরি সহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।এলাকাবাসী এইসব বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।