সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর সুনামগন্জ ১ নির্বাচনী এলাকা সহ দেশ বাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার গনমানুষের নেতা, সুনামগঞ্জ জেলা বি এনপির সাংগঠনিক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, তারেক রহমানের আস্থাভাজন নেতা জনাব কামরুজ্জামান কামরুল। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন যুগ যুগ ধরে শারদীয় দুর্গাপুজা উপমহাদেশ এবং বাংলাদেশসহ অন্যান্য বাংলাভাষী জনগোষ্ঠীর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব । সুদীর্ঘকাল ধরে এই ধর্মীয় উৎসবটি পালিত হয়ে আসছে। বাংলাদেশেও দুর্গাপুজা সবসময় উৎসবমুখর পরিবেশে পালিত হয়। সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকা সহ সারাদেশে অনুষ্ঠিত প্রত্যেকটি পূজা মন্দিরের কমিটি বৃন্দ এবং সকল সদস্যকে জানাই শারদীয় শুভেচ্ছা।
তিনি আরও বলেন, যে কোন ধর্মীয় উৎসবই মানুষে মানুষে নিবিড় বন্ধন রচনা করে ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে। সকল ধর্মের মর্মবানী হল শান্তি ও মানব কল্যাণ। হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের সকলের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী অসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে। সেই বাণীকে আত্মস্থ করেই দুর্গাপুজার উৎসবের আনন্দ সকলে মিলে ভাগ করে নিতে হবে।করোনার এই সময়ে আমরা সবাই সচেতন থাকব।সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে আনন্দ উপভোগ করব।