মহালয়ার পুন্য লগ্নে পুরোহিতদের মাঝে চট্টগ্রাম মহানগর পূজা কমিটির আওতাধীন আইন পরিষদের উদ্দ্যোগে শ্রী শ্রী চন্ডী,শ্রীমদ্ভগবদ্ গীতা ও প্রনামী সমেত বস্ত্র বিতরন অনুষ্ঠিত।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর এর আইন পরিষদের উদ্যোগে নগরীর জেএমসেন হলে গত বুধবার দেবীপক্ষের শুভ মহালয়া এর দিনে পরিষদের আইন বিষয়ক সম্পাদক এড.গৌতম হাজারী মহোদয়ের সভাপতিত্বে পরিষদের সহ আইন বিষয়ক সমপাদক অসীক দত্তের সঞালনায় মহান পুরোহিতদের মধ্যে পবিত্র শ্রী শ্রী চন্ডী, শ্রীমদভগবত গীতা ও বস্ত্র বিতরন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশিষ কুমার ভট্টাচার্য, প্রধান বক্তা হিল্লোল সেন উজ্জ্বল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্পণ কান্তি ব্যানার্জী,শ্রী প্রকাশ দাশ অসিত,মিথুন মল্লিক, সজল দত্ত,এড.নটু চৌধুরী বিপ্লব সেন উপস্থিত ছিলেন এড.তপন কান্তি দাশ,এড. গৌতম চৌধুরী পার্থ, এড.রক্তিম বিশ্বাস,এড.সুব্রত শীল রাজু, এড.শ্যামল চৌধুরী,এড.সুজিত কুমার মহাজন,এড.মান্না দে,রাজীব চৌধুরী,এড. জুয়েল চৌধুরী,এড.পংকজ কান্তি দে,এড.জুয়েল চন্দ্র দাশ,Ruman bhattacharjee.. প্রমূখ