বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ার শেরপুরে পুজা মন্ডবে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত 3 জন ৩জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় বিশালপুর ইউনিয়নের চুরকুটিয়া গ্রামের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চুরকুটিয়া গ্রামের মৃত কিরজুর ছেলে ক্ষিতিশ মহাতো (৫৫), শ্রী চাঁনের ছেলে ক্ষিতিশ বুদু মাহতো (৪২) ও বিমলের ছেলে পলাশ (৪০)। নিহতরা সবাই চুরকুটিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, উপজেলার চুরকুটিয়া পুজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চুরকুটিয়া গ্রামের পূজান্ডপ সাজসজ্জা ও লাইটিংয়ের জন্য পার্শ্ববর্তী বাড়ি থেকে বিদ্যুতের তার টেনে সংযোগ নিয়েছিল। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির ওপর দিয়ে টানানো বিদ্যুতের তারে জড়িয়ে যান ক্ষিতিশ মহাতো তাকে উদ্ধার করতে গিয়ে ক্ষিতিশ বুদু মাহতো ও পলাশ। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ক্ষিতিশ, ক্ষিতিশ বুদু মাহতো ও পলাশ। তাদের উদ্ধার করতে গিয়ে ক্ষিতিশ মাহাতোকে ছেলে বুজন মাহাতো ও রুবেল গুরুতর আহত হয়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আমি ও অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ স্যার ঘটনাস্থল পরিদর্শন করছি। লাশ পরিবারের নিকট হস্থান্ত করা হয়েছে।