রাঙামাটি প্রতিনিধিঃ শাকিল মন্ডল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শ্রী শী রক্ষা কালী মন্দিরে শারদীয় উৎসব দুর্গাপূজা উদযাপনে আর্থিক সহায়তা প্রদান করেছে ২৭ বিজিবি মারিশ্যা জোন। সোমবার (১১ অক্টোবর) দুপুরে মারিশ্যা জোন সদরে পূর্জা উদযাপন কমিটির সভাপতি জেকসন শাহা ও সাধারণ সম্পাদক ত্রীদিপ দেব এর হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএসসি, আর্টিলারি)।