রাজবাড়ী জেলা সংবাদদাতা : টি এম এম আলমগীর আল আরাফ শারদীয় দূর্গা উৎসবের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার সম্পাদক ও রাজবাড়ী জেলার শহীদওহাবপুর ইউনিয়নের কৃতি সন্তান নিলায়ন বাপ্পী ।কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা নিলায়ন বাপ্পি এক শুভেচ্ছা বার্তায় রাজবাড়ী জেলা তথা দেশের সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে শারদীয় উৎসব উদযাপন করার আহবান জানিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নিলায়ন বাপ্পী এর পূর্বে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি,রাজবাড়ী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কলাবাগান থানা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন বাংলাদেশ ছাত্রলীগ মাঠে আছে থাকবে আপনারা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন,আপনি ভালো থাকবেন, সমাজকে ভাল রাখবেন তাহলেই দেশ ভালো থাকবে।