রাঙামাটি প্রতিনিধি : শাকিল মন্ডল আজ সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে রাঙামাটি জেলার বরকল উপজেলায় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এইবার বরকলে ২টি মন্দিরে পুজা উদযাপন করা হচ্ছে বলে জানান, বরকল উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি রাজন কর্মকার।
বরকল উপজেলা পুজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক রাজেশ কর্মকার জানান, বরকল সদর এবং সুভলং এ দুর্গাপুজা অনুষ্ঠিত হচ্ছে। উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, করোনা ভাইরাসের কারণে গতবারের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে কাপ্তাইয়ে প্রতিটি মন্ডপে পুজা অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার বরকলে বিভিন্ন পুজা মন্ডপে গিয়ে দেখা যায়, প্রতিটি পুজা মন্ডপকে সাজানো হয়েছে বিভিন্ন কারুকার্যে। মন্দিরে আগত ভক্তরা যাতে হাত ধৌত করে মন্দিরে প্রবেশ করে সেইজন্য মন্দিরের প্রবেশমুখে হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।
বরকল থানার ওসি কাজী জসিম উদ্দিন জানান, দুর্গা পুজা যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয়, সেইজন্য প্রতিটি মন্দিরে সার্বক্ষণিক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।