চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠা উপলক্ষে চন্দনাইশে বর্ণাঢ্য র্যালি, শ্রমিক জমায়েত ও আলোচনা সভার আয়োজন করেছে চন্দনাইশ পৌরসভা শ্রমিক লীগ। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে পোরসভাস্থ অস্থায়ী প্রাঙ্গনে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. নুরুল হাকিম,দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মো. কাইছার উদ্দিন চৌধুরী,পৌরসভা শ্রমিক লীগের সভাপতি ফরিদ উদ্দিন আহমদ, পৌরসভা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফোরকান (মিন্টু), মো.সাজ্জদ চৌধুরীসহ উপজেলা পৌরসভার জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেক্ষ্য, ১৯৬৯ সালের ১২ অক্টোবর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।