বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ “মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখেবগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রমোশন দিবস ২০২১ এর সিপিপি’র ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা এবং ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক জেলা নির্বাহী অফিসার মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু, সাবেক পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার, সহ সভাপতি সাইফুল বারী ডাবলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার পুঁটি, শেরপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর নাদির হোসেন, পিআইও সামছুন্নাহার শিউলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। এ সময় শেরপুর ফায়ার সার্ভিস কর্মিরা দুর্যোগ মোকাবেলায় মহড়ায় বিভিন্ন প্রস্তুতির কৌশল অবলম্বন করে দেখানো হয়েছে।