রাজবাড়ী জেলা সংবাদদাতা: টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ীর পাংশা পৌরসভা ৬ নং ওয়ার্ডের নারায়নপুর এলাকার পারিবারিক পূজার ঘর থেকে ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করার পাশাপাশি ওই এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত নন্দন কুমার সাহা নন্দ (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে।গত মঙ্গলবার রাত ১০টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা এ অভিযান পরিচালনা করে নন্দকে গ্রেপ্তার করে। নন্দ ওই
এলাকার মৃত গোপাল চন্দ্র সাহার ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তানভীর হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানের নেতৃত্বে নন্দন কুমার সাহার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়। সে সময় ওই বসতবাড়ীর একটি পূজার ঘরে রক্ষিত বস্তার মধ্য থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪৭ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। সেই সাথে নন্দন কুমার সাহা নন্দকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। সে দীর্ঘদিন যাবত বিদেশী মদের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। বুধবার সকালে নন্দের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জেলার পাংশা থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে