কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ আরিফুল ইসলাম আরিফ কুড়িগ্রামের ফুলবাড়ীতে আব্দুল জব্বার( ৮০) নামে এক মসজিদের মোয়াজ্জিন ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নে।তিনি ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং মধ্য রামরাম সেন জামে মসজিদের মুয়াজ্জিন। পারিবারিক সূত্রে জানা যায়,প্রায় ৩/৪ দিন যাবৎ আঃ জব্বার মানসিক ভারসাম্য হীনের মতো চলাফেরা করছে। আজ(১২ অক্টোবর) তার ছেলে মকবুল কে ফজরের আযান দেওয়ার জন্য পাঠিয়ে দেয় এবং ভিকটিম ফজরের নামাজ বাড়িতে আদায় করে। তার ছেলে মকবুল হোসেন মসজিদে নামাজ শেষে বাড়িতে এসে তার বাবা কে খোঁজাখুঁজি করতে থাকে। সকাল ৬টার দিকে তার নাতি মোঃ নুর ইসলাম স্কুল ঘরের ভিতর দেখে যে, তার দাদা গলায় রশি দিয়ে ফাঁসি দিয়া ঝুলে আছে। সে চিৎকার করলে পরিবারের অন্য লোকজন এসে ফাঁসি থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসে।
এব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, এ ঘটনায় ফুলবাড়ী থানায় একটি ইউডি মামলা হয়েছে।