চট্টগ্রাম মহানগর প্রতিনিধি : ইসমাইল ইমন হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসবে কুমিল্লায় কুরআন অবমান ঘটনা পরবর্তী দেশের বিভিন্ন স্থানে মন্দির ভাঙচুর ও হামলার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, ইসকন ও প্রবর্তক সংঘের উদ্যোগে চট্টগ্রামের পুরাতন সিটি কর্পোরেশন ভবনসংলগ্ন আন্দরকিল্লা রাজাপুকুর লেইন সড়কে ১৬ ই অক্টোবর শনিবার এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
সংগঠনের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের সঞ্চালনায় ও ডাক্তার মনোষ দের সভাপতিত্বে উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, শৈবাল দে, প্রদীপ দে, রানা মহাজন’, এস রাজীব দাস বাবু, দেবব্রত নাথ জুয়েল, অজয় দত্ত, সুমন কান্তি দে, ডা: সজীব তালুকদার, সাংবাদিক বিপ্লব দত্ত,মুকুল কান্তি দাস ও দিব্য নিমাই দাশ ব্রহ্মচারী, (প্রবর্ত সংঘ)
সভায় বক্তারা শান্তি ও সম্প্রীতির দেশ বাংলাদেশকে অশান্ত করার জন্য হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ও মুসলমানের সাথে সম্প্রতি সম্পর্ক বিনষ্ট করার জন্য যেসব কুচক্রী মহল পাঁয়তারা করছে এবং কুমিল্লার ঘটনার সাথে জড়িত তাদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকার ও প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানান।উক্ত অনুষ্ঠান শেষে সংগঠনের নেতৃবৃন্দ 6 ঘন্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করে মানববন্ধন শেষে চট্টগ্রাম প্রেসক্লাবে একটি প্রেস কনফারেন্সের আয়োজন, উক্ত কনফারেন্সে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সিনিয়র নেতা রানা দাশগুপ্ত উপস্থিত থাকার কথা রয়েছে।উক্ত প্রতিবাদ সভা চলাকালীন সময় রাস্তা অবরোধ করে ঊশৃংখল কিছু যুবককে গাড়ি ভাঙচুর জনসাধারণকে হেনাস্তা করতে দেখা যায়।ক্ষুব্ধ পথচারীরা এই সময় পুলিশের নিরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।