বগুড়া জেলা প্রতিনিধি :মাসুম বিল্লাহ বগুড়া জেলা, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মন্জুরুল ইসলামের ছেলে, আলিফ এর স্ত্রী রেহেনা খাতুন (১৯) এর লাশ উদ্ধার করেছেন ধুনট থানা পুলিশ। লাশ উদ্ধার এর ঘটনাটি ঘটে শুক্রবার রাতে রাঙ্গামাটি পশ্চিম পাড়া আলিফ উদ্দিনের বাড়িতে। বিভিন্ন সুত্রে জানা যায়, উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের আলিফ উদ্দিন এর স্ত্রী রেহেনা খাতুনের মরদেহ তার স্বামীর বাড়ী থেকে থানা পুলিশ উদ্ধার করেন, সুত্র মোতাবেক আরো জানাযায় আলিফ উদ্দিন কিছু দিন আগে বগুড়া শেরপুর থানার সুঘাট গ্রামের রেজাউলের মেয়ে রেহেনাকে বিবাহ করেন। বিবাহের কয়েক মাস পরেই স্বামীর ঘর থেকে মিললো রেহেনার মৃতদেহ। এই ঘটনায় তার স্বামী আলিফ উদ্দীন (২২) কে আটক করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত জাহিদুল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ টি উদ্ধার করি এবং রেহেনা হত্যার অভিযোগে আলিফ উদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং এই হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটনের তদন্ত অব্যাহত আছে। অচিরেই ঘটনার মুল রহস্য উদঘাটন করতে সক্ষম হবেন এবং প্রকৃত দোষীকে আইনের আওতায় আনা হবে, সে যেই হোক।