বগুড়া জেলা প্রতিনিধি : মাসুম বিল্লাহ বগুড়ায় মাদক বিরোধী অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৫১ বছর বয়সী শাহ আলম নামে একজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।রোববার সকালে শেরপুর উপজেলার হুসনাবাদ হাজী রোড এলাকা থেকে গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। ওই মোটরসাইকেলে করে গাঁজার চালান নিয়ে যাচ্ছিলেন তিনি।গ্রেফতার শাহ আলম সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার দত্তবাড়ী এলাকার মৃত আক্কেল আলী ওরফে আব্দুল শেখের ছেলে।জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. সাইহান ওলিউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ শাহ আলমকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে