নিজস্ব প্রতিবেদক:- শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস,অদম্য আত্মবিশ্বাস’ এ প্রতিপাদ্যে উজ্জীবিত হয়ে চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শহিদ শেখ রাসেলের জন্মদিন ও ‘শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। আজ (১৮ অক্টোবর) সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় পতাকা উত্তোলন,আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে শহিদ শেখ রাসেলের ৫৮তম জম্মবাষিকী পালিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের পরিচালানা কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সহ-সভাপতি ও সাংবািদক ঐক্য ফোরাম চন্দনাইশ উপজেলার সভাপতি মো.কমরুদ্দিন,সাংগঠনিক সম্পাদক মো.আমিনুল ইসলাম রুবেল,চন্দনাইশ থানার এস আই এম এ মুছা। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শালিমা আকতার,নাহিদা আকতার,কাজী সাবেরা বেগমসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।