1. xsongbad@gmail.com : Harry Deb Nath : Harry Deb Nath
  2. tauhidcrt8@gmail.com : tauhidcrt8 :
রবিবার, ২৮ মে ২০২৩, ০৯:২২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
  • Welcome To Our Website...* এন জি ও ‘আরবান সমিতি’ –মাইক্রো ক্রেডিট ফাইনান্সে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক মহিলা/পুরুষ মাঠ কর্মী নিয়োগ দেয়া হবে। বয়স ২৫ উর্ধ্ব হতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে সরাসরি নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৩০১০৪১২৮৮  আমাদের অনলাইন নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুনঃ ০১৮১৫-৫৮৭৪১০

চন্দনাইশে ইউপি নির্বাচনে বর্ধিতসভা।

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ২০৫ বার ভিউ

নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এমপি বলেছেন,আসন্ন ইউপি নির্বাচনে তৃণমুলের ত্যাগী,নির্যাতিত ও পরীক্ষিত কর্মীদের মূল্যায়ন করা হবে। কেন্দ্রে শর্ট তালিকা পাঠানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে উপজেলা আ’লীগের বর্ধিত সভায় ৭ ইউনিয়নের ৪৪ জন প্রার্থী তাদের মনোয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেন। এসময় তিনি মনোনয়ন প্রত্যাশীদের নিকট থেকে নৌকার প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার অঙ্গীকার নেন। সে অনুষ্টানটি ভিডিও ধারণ করে রাখা হয়। তিনি বলেন,গত নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে প্রেরণ না করার নির্দেশনা রয়েছে। ২ জন বিদ্রোহী প্রার্থীকে এ ব্যাপারে সতর্ক করে দেন তিনি। কোন কারণে নাম পাঠানো হলে নামের পাশে বিদ্রোহী প্রার্থী লেখা থাকবে বলে জানান তিনি। নেতা-কর্মীদের ধৈর্যশীল হয়ে কাজ করার আহবান জানিয়ে বলেন,দীর্ঘ ২৭ বছর দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক,৭ বছর সভাপতিসহ ৫৫ বছর রাজনীতি করার পর সংসদ সদস্য হয়েছেন।১দিনের জন্যও দলের নীতি নৈতিকতার বাইরে যাননি। যাদের গ্রহণযোগ্যতা, রাজনৈতিক পরিচিতি, নির্বাচন করার সক্ষমতা রয়েছে তাদেরকে প্রধানমন্ত্রী মনোনয়ন দেবেন। ধর্মীয় সংগঠনের নামে মোমবাতি প্রতীকের লোকজন নির্বাচনে গিয়ে বিএনপির এজেন্ডা বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। প্রত্যেক ধর্মের নিরাপত্তা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বারাক ওবামা তার দেশের একটি বক্তব্যে বলেছেন, অর্থনৈতিক উন্নয়ন দেখতে চাইলে বাংলাদেশে যান।যারা একদিন বাংলাদেশকে তলাবিহীন ঝুঁড়ি বলেছিল,তারাই আজকে বাংলাদেশকে ইর্মাজিন টাইগার হিসেবে স্বীকৃতি দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীদের বায়োডাটা,আইডি কার্ড, ছবি সম্বলিত আবেদন জেলা কার্যালয়ে অথবা উপজেলা সভাপতি সম্পাদক বরাবরে পাঠানোর পরামর্শ দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশীরা প্রয়োজনে যে কোন কেউ ঢাকা থেকে মনোনয়নপত্র গ্রহণ করার বিষয়টি উম্মোক্ত রয়েছে বলে তিনি জানান।

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন,১৮ বছর উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করাকালে সভা করার জন্য স্থান পায়নি। প্রয়াত আ’লীগ নেতা আবদুল ওয়াহেদ মাস্টার খানদিঘী স্কুলে সভা করার সুযোগ করে দিতেন। আগামী নির্বাচন দলীয় করণ হবেনা।সুষ্ট অবাদ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের উপস্থিতি বাড়াতে হবে। ৭০ ভাগ ভোটার উপস্থিতির জন্য কাজ করতে হবে। বর্তমান নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়েছেন ভোটার উপস্থিতি কমের কারণে।দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন,সম্প্রতি দূর্গা পূজা সংখ্যালঘুদের কয়েকজন বন্ধু প্রাণ হারিয়েছেন। ঘরবাড়ি ভাঙচুর হয়েছে। জামায়াত শিবির বিএনপি দেশকে অকার্যকর করতে এখনো লেগে আছে। সবাইকে সজাগ থেকে দলের জনপ্রিয়তা ও ইমেজ ধরে রাখতে যে মনোনয়ন পায় তার পক্ষে কাজ করার আহবান জানান।১৭অক্টোবর(রবিবার) বেলা ৩টায় চন্দনাইশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন বিবেচনার লক্ষ্যে উপজেলা আ’লীগের উদ্যোগে তৃণমুল বর্ধিতসভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্টিত হয়। চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনুর সঞ্চালনায়,সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমদ এমপি,বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান,দক্ষিণ জেলা আ’লীগ নেতা যথাক্রমে খোরশেদ আলম,বোরহান উদ্দিন এমরান,আবু জাফর, বিজয় কুমার বড়ুয়া, মাহাবুবুর রহমান শিবলী, মেয়র মাহাবুবুল আলম খোকা প্রমুখ।পরে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে বক্তব্য রাখেন কাঞ্চনাবাদ ইউনিয়নের আবুল কালাম,এড.আবু ছালেহ,মফিজুর রহমান,আকরাম হোসেন,জোয়ারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, দক্ষিণ জেলা যুবলীগের অর্থ সম্পাদক সেলিম উদ্দিন,মুক্তিযোদ্ধা আবদুল জব্বার,যুবলীগ নেতা আজিজুর রহমান আরজু,মো.পারভেজ, সরওয়ার উদ্দিন বাচ্চু, গোলাম আজাদ শিশু, আবুল কাশেম,বরকল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান হাবিবুর রহমান,মুক্তিযোদ্ধা ফেরদৌসুল ইসলাম খান,ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুর রহমান,সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,গার্মেন্টস ব্যবসায়ী আবদুর রহিম চৌধুরী,যুবলীগের যুগ্ম আহবায়ক মুরিদুল আলম মুরাদ,আ’লীগ নেতা মো.ফিরোজ, বরমা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম,মুক্তিযোদ্ধা একেএম জয়নাল আবেদীন,ইউনিয়ন আ’লীগের সভাপতি শহিদুল ইসলাম কাজেমী,আ’লীগ নেতা যথাক্রমে বলরাম চক্রবর্তী,জাবেদ মো. গাউছ মিল্টন,যুবলীগ নেতা মঈনুদ্দিন জুয়েল, সরওয়ার কামাল, খোরশেদ আলম টিটু, হাশিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী,ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহামুদুল হক বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা আ’লীগের প্রচার সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী,আ’লীগ নেতা খোরশেদ বিন ইসহাক,জাকের হোসেন চৌধুরী,যুবলীগ নেতা চৌধুরী আমির মো. সাইফুদ্দিন,বৈলতলী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, আ’লীগ নেতা যথাক্রমে এড.নাসির উদ্দিন,এস এম সায়েম,কলিমুল্লাহ চৌধুরী,যুবলীগ নেতা মো.ওয়াশিম,ধোপাছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোরশেদুল আলম,আ’লীগ নেতা যথাক্রমে আবদুল আলিম ও দেলোয়ার হোসেনসহ ৪৪ জন মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন চাওয়ার পাশাপাশি অঙ্গিকার নামা প্রদান করে স্বাক্ষর দেন।Attachments area

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর