(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ইব্রাহীম খলিল রামগড়ের পাতাছড়া ইউপিতে বিট পুলিশিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রামগড় থানা পুলিশের আয়োজনে উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
পাতাছড়া ইউনিয়ন চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার জনাব আব্দুল আজীজ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রামগড় থানার অফিসার ইনর্চাজ জনাব সামসুজামান।
এ সময় পুলিশ সুপার বলেন, পুলিশ ইচ্ছে করলেই একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করতে পারবে না। মাদকমুক্ত ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে হলে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে সমাজ থেকে মাদক ও সন্ত্রাসবাদ নিমূল করা সম্ভব।
উক্ত সভার সভাপতি বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষনা করেন।