(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ ইব্রাহীম খলিল জনগনের মনের কোঠায় জায়গা করে নিয়েছে রামগড় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুরুল আলমগীর তিনি দীর্ঘ ৫ বছর পাতাছড়া ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি জনগনের সুখ দুঃখে পাশে ছিলেন কারো কোন সমস্যা নিয়ে আসলে তিনি তা সমাধানের চেষ্টা করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়,রামগড়ের ২নং পাতাছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলমগীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন।
রাস্তাঘাট, পুল-কালভার্ট, স্কুল নির্মাণসহ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সরকার কর্তৃক বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে পল্লী অবকাঠামো উন্নয়ন, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণসহ সঠিক পরিকল্পনা গ্রহণ করে উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিত করেছেন।
সূত্রে আরো জানা গেছে, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আলমগীর বিগত সময়ে পাতাছড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের নৌকা প্রতিকের জন্য কাউন্সিল করে অল্পভোটের ব্যবধানে হেরে যান। এরপর নৌকা নিয়ে যিনি ভোট করেন তার বিদ্রোহী প্রর্থী না হয়ে তাকে সহযোগিতা করেন। তিনি কাউন্সিলে হেরে গেলেও সুষ্ঠুভোটে সহায়তা করায় সুনাম অর্জন করেন। বিগত কাউন্সিলে হেরে গেলেও দলীয় নেতাকর্মীদের বিভিন্ন সমস্যায় এগিয়ে আসার পাশাপাশি সাধারণ জনগণের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন। ইতোমধ্যে নিজ আর্থিক সহায়তায় করোনায় ত্রাণ সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়ে সাধারণ জনগণের প্রশংসা পেয়েছেন।
তৃণমূল নেতাকর্মীদের সাথে কথা বলে জানা গেছে,বিগত ইউনিয়ন নির্বাচনে পাতাছড়া ইউনিয়নবাসী তাঁকে সর্বোচ্চ ভোট দিয়েছিলেন। যার কারণে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাতাছড়া ইউনিয়ন থেকে নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে কাজী নুরুল আলমগীর কে দেখতে চায় ইউনিয়নবাসী।