নিজস্ব প্রতিবেদক চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব চন্দনাইশ পৌরসভার চৌধুরী পাড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট লেখক,ও গবেষক, সমাজসেবক চট্টগ্রাম বোয়ালখালী থানাধীন জামিয়া ওয়াহেদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস,দোহাজারী আজিজিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, রাজঘাটা মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস,মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসার সাবেক মুহাদ্দিস, কানযুল আসরার ইজালাতুলহুমূম সহ বহু ব্যাখ্যা গ্রন্থ প্রণেতা হযরতুল আল্লামা আবদুল হাকিম চন্দনাইশী ২৬ শে অক্টোবর(মঙ্গলবার)রাত ১২:২৫ মিনিটে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্তেকালের সময় মরহুমের বয়স ছিল ৫৮ বছর। তিনি স্ত্রী,৪ ছেলে,১মেয়ে, নাতি-নাতনি সহ অনেক গুনগ্রাহী রেখে যান। মঙ্গলবার ২৬ অক্টোবর সকাল ১১টার সময় পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, নামাজের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজের ইমামতি করেন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রধান মুফতি ও মুহাদ্দিস হযরতুল আল্লামা মুফতি আহমাদুল্লাহ। শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন অনেক আলেম ওলামা গন।
আল জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও মোহাদ্দিস হযরতুল আল্লামা আহমাদুল্লাহ মরহুমের জানাজা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের কর্মময় জীবনতুলে ধরে বলেন চন্দনাইশ তথা চট্টগ্রাম বাসী একজন প্রখ্যাত আলেমেদ্বীন ও গুনিজন হারালো যা সহজে পুরন হবার নয়।