নিজস্ব প্রতিবেদক বন্দর নগরী চট্টগ্রামের সেই চির চেনা চিত্র।সকাল হতে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘ যানজট,স্কুল,কলেজ, অফিস আদালত মুখী মানুষ যতা সময়ে গন্তব্যে পৌঁছার জন্য হাতে সময় নিয়ে রওনা হলেও রাস্তায় দীর্ঘ যানজটে আটকে পরে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ সিডিউল।মঙ্গলবার ২৬ শে অক্টোবর চট্টগ্রাম নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে চট্টগ্রাম কলেজ রোড, কাপাসগোলা স্কুল,অলিখাঁ মসজিদ মোড় ও চক সুপার,বালি আর্কেড রোডে দেখা যায় দীর্ঘ যানজট।
ট্রাফিক পুলিশ ও সার্জেন্টদের কোন তদারকি চোখে পরেনি।