ঢাকা প্রতিনিধি : সুমন মোহাম্মদ পুলিশি বাধায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে পূর্বঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নয়াপল্টনে দলীয় অফিসের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। পরে পুলিশ টিয়ারসেল ও লাঠিচার্জ করে নেতাকর্মীদের সরিয়ে দেয়।
সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। পরে ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানিয়ে দলটির সিনিয়র নেতারা বক্তব্য দেন। সমাবেশ শেষে মিছিল নিয়ে নাইটিংগেলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছোড়ে। এসময় অনেক নেতাকর্মী পুলিশের লাঠিচার্জের আঘাতে আহত হন।
গুরুতর আহত হন অনেকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের নেতৃত্বে নয়াপল্টন থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত এ কর্মসূচি গতকাল (২৫ অক্টোবর) ঘোষণা দেওয়া হয়েছিল।