নিজস্ব প্রতিবেদক:- চট্টগ্রামের চন্দনাইশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কক্সবাজার (উত্তর)’র সভাপতি অধ্যাপক আল্লামা ইউসুফ হোসাইন বদরী’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ ২৮ অক্টোবর’২১ইং পটিয়া থানার মোড় চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে মানববন্ধন সংগঠনের নির্বাহী সভাপতি অধ্যক্ষ কাজী হাফেজ আহমদ আল-কাদেরী’সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসাইন ভাইয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক কাজী আবু বক্কর, কাজী বদিউর রহমান, মাওলানা কুতুব উদ্দিন, যুবসেনা কেন্দ্রীয় সদস্য শাহজাদা নিজামুল করিম সুজন, যুবসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ সালাউদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কামাল উদ্দীন, ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মুহাম্মদ নূরের রহমান রণি, ছাত্রসেনা কেন্দ্রীয় সদস্য কাজী মুহাম্মদ আরাফাত, মুহাম্মদ রবিউল ইসলাম আরমান, মুহাম্মদ রাজিব রিফাত, বাহার উদ্দিন।
এসময় বক্তরা বলেন, অনতিবিলম্বে ইউফুস হোসাইন বদরীর চিহ্নিত হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। যদি আইনের আওতায় আনা না হয়, তবে দেশদ্রোহী হামলাকারীরা মাথাচড়া দিয়ে উঠবে। তখন দেশের অস্থিতিশীল পরিস্থিতি প্রশাসনের নিয়ন্ত্রণ হারাবে৷ আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীরা গ্রেফতার না হলে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ দেশব্যাপী কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে বলে জানান বক্তারা।