রাজবাড়ী জেলা প্রতিনিধি টি এম এম আলমগীর আল আরাফ রাজবাড়ীতে অভিযান চালিয়ে হেরোইনসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। জানা যায়, মোঃমজনু ফকির রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর মধ্যপাড়া গ্রামের মোঃ লালন ফকিরের ছেলে।
জানাগেছে, শনিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স সহ জেলা শহরের সজ্জনকান্দা ফায়ার সার্ভিস সংলগ্ন জনৈক এডভোকেট সন্তোষ কুমার দাসের বাড়ীর পিছনে বাঁশ বাগানের ভিতর হতে মোঃ মজনু ফকিরকে গ্রেপ্তার করে। সেই সাথে তার কাছ থেকে ৬০ হাজার টাকা মূল্যের ৬ গ্রাম ওজনের হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।