সমাজের অত্যাচারেচলে
গেলাম সবাইকে ফেলে,
থাকো তোমরা তোমাদের মতো
ছেড়ে চলে গেলাম তোমাদের ফেলে।
অত্যাচার সইব না- তোমাদের কথা শুনব না,
বিপদ-আপদ তোমরা নাও-আমাকে দেখিয়ে দাও না,
চলে যাবো তোমাদের ছেড়ে।
যা করেছি কর তাতে শুকরিয়া
যা করেছি তাতে যদি কষ্ট পেয়ে থাকোকরিও আমায় মাফ,
আমি দোয়া করব করুক তোমাদের,মনটাকে সাফ।
“ভালো থেকো” এ বলে সবাই চলে গেলো
ভাবল করছি আমি মজা,যাবো না তাদের ছেড়ে,
সত্যি এটাই যাবো তাদের থেকে বহু দূরে।
হে অত্যাচারের গাছ থাকিও না সতেজএই বলে গেলাম,
ভালো থাকো আমার আপনজনেরা,
গেলাম আমি,আল্লাহ্ হাফেজ।
লেখক: তাসলিমা সুলতানা,৬ষ্ঠ শ্রেণী,
পাচঁলাই্শ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়,চট্টগ্রাম।