নিজস্ব প্রতিবেদক কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ার ছামিরা ঘোনা এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে রাত সাড়ে ৮টায় মোহাম্মদ শাহ ঘোনার মোহাম্মদ লেদু’র পুত্র আলাউদ্দিনকে নোনাছড়ি ব্রিজে গাড়ি থেকে নামিয়ে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
আহত আলাউদ্দিন কে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে চকরিয়া দরবেশ কাটা সড়কে মারা গেছে বলে নিহতের আত্মীয় স্বজনরা জানিয়েছেন।
এ ঘটনার পরে ছামিরা ঘোনা এলাকায় প্রতিপক্ষের বসতবাড়িতে আগুন জ্বলছে বলে জানিয়েছেন এলাকাবাসীরা।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাই জানান খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছেন।