নিজস্ব প্রতিবেদক। সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব, নতুন পর্ষদের ভাইস চেয়ারম্যান মো. নূর-উর-রহমান, ট্রেজারার আবদুস ছালাম ও সোসাইটির মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন। বঙ্গবন্ধুর নেতৃত্বে রেড ক্রিসেন্টের পথচলা শুরু উল্লেখ করে চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুল ওয়াহাব বলেন, “যেখানেই মানবতা সংকটের মুখে, সেখানেই সংকটাপন্ন মানুষের পাশে পৌঁছে যাবে সোসাইটির সদস্যরা।”
এসময় আরো শ্রদ্ধাজ্ঞাপন করেন সোসাইটির নবনির্বাচিত কমিটির সাধারণ সদস্য মো. মস্তাক আহমেদ পলাশ, ডা: রোকেয়া সুলতানা, মো: মানজুরুল ইসলাম, আলহাজ গাজী মোজাম্মেল হোসেন টুকু, রাজিয়া সুলতানা লুনা, ডা: শেখ মোহাম্মদ শফিউল আজম, সিকদার নূর মোহাম্মদ দুলু, মো: আতিকুল হক শামীম, আরমা দত্ত এমপি, এড. শিহাব উদ্দিন শাহীন, প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ সারওয়ার জাহান ও মফিজুর রহমান বাবলু।